বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্ব ক্রিস্টিয়ানো রোনালদো কোয়ারেন্টিনে আছেন বলে নানা সংবাদ মাধ্যমে জানা গেছে। এর আগে নিশ্চিত করা হয়েছে রোনালদোর ক্লাব জুভেন্তাসের সতীর্থ ডেনিয়েল রুগানির করোনাভাইরাস ধরা পড়েছে। রুগানি, ক্লাব ও দেশ ইতালির হয়ে রক্ষণভাগে খেলেন।
জুভেন্তাসের ওয়েবসাইট নিশ্চিত করেছে ৩৫ বছর বয়সী রোনালদো তার জন্মস্থানে অবস্থান করছে। জুভেন্তাস ওয়েবসাইট বলছে, “বর্তমানে যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা চলছে তা বিবেচনায় এনে রোনালদো স্বেচ্ছায় মাদেইরায় অবস্থান করছেন।”
মূলত ঝুঁকি কমানোর জন্যই রোনালদোর এই অবস্থান। ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম বলছে, জুভেন্তাস অনুশীলন চালিয়ে যাচ্ছে, যেখানে রোনালদো যোগ দেননি। করোনাভাইরাস যাতে সংক্রমণ না হয় সেজন্যই এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন রোনালদো।
সম্প্রতি রোনালদোর মা স্ট্রোক করার পর তাকে দেখতে যান এই পর্তুগিজ তারকা। এরপর সরাসরি পর্তুগালে নিজের বাড়ি মাদেইরায় যান রোনালদো।
Leave a Reply