সবাই বলছে করোনা, করোনা…। ঠিক আছে, করবো না। ‘নীল মুকুট’ এখন রিলিজ করবো না।’’ কথাগুলো নির্মাতা কামার আহমাদ সাইমনের।
২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা ‘নীল মুকুট’। করোনা ভাইরাস ইস্যুতে সেটি স্থগিত করলেন নির্মাতা। বৃহস্পতিবার (১২ মার্চ) এমনটাই জানান কামার।
এর আগে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছিল ‘নীল মুকুট’। ২৭ মার্চ মুক্তির অনুমতিও পেয়েছিল প্রযোজক-পরিবেশক সমিতির। কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কামার।
তাহলে কবে মুক্তি পেতে পারে ‘নীল মুকুট’? উত্তরে প্রযোজক সারা আফরীন জানিয়েছেন, ‘আজই (১২ তারিখ) মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল টিজার, তার ঠিক ১৫ দিন পর মানে ২৭ মার্চ ছিল মুক্তির তারিখ। কিন্তু এখন যেহেতু পুরো ব্যাপারটাই অনিশ্চিত, তাই ঠিক করেছি আর এক সপ্তাহ পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবো কবে মুক্তি দেওয়া যায়।’
এদিকে নির্মাতা কামার জানান, এরমধ্যে করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ৩ এপ্রিল মুক্তি পেতে পারে ‘নীল মুকুট’।
এর আগে ‘নীল মুকুট’-এর পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তির পর ভালো সমাদর পায়। এখন পর্যন্ত ছবির বিষয় নিয়ে কোথাও মুখ খোলেননি কামার। এর আগে শুধু জানিয়েছিলেন, বিমানের ভেতর থেকে একটা কান্না শুনে এই ছবির আইডিয়া তার মাথায় আসে! তাই ছবিটিকে কামার বলে আসছিলেন তার অপরিকল্পিত ছবি।
Leave a Reply