মহামারি করোনা ভাইরাস নির্মূলে দুই ধরনের ওষুধ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। এতে কিছুটা হলেও মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। অস্ট্রেলিয়ার গবেষকদের এই ঘোষণার পর স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।
ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রতিদিনই নতুন নতুন দেশ এই রোগের কবলে পড়ছে। এমন পরিস্থিতিতে করোনা নির্মূলে প্রতিষেধক পাওয়া গেছে বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকরা।
ওই গবেষকরা বলছেন, করোনা ভাইরাসের দুটি প্রতিষেধকের মধ্যে একটি পুরনো এইচআইভির ওষুধ। অন্য ওষুধটি ম্যালেরিয়ার চিকিৎসার জন্য ব্যবহার করা হতো। এ সম্পর্কে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের সেন্টার ফর ক্লিনিক্যাল রিসার্চের পরিচালক প্রফেসর ডেভিড প্যাটারসন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর দুটি ওষুধ প্রয়োগ করে অসাধারণ ফলাফল পাওয়া গেছে।
ডেভিড প্যাটারসন বলেন, অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের এসব প্রতিষেধক দিয়ে চিকিৎসা করা হয়েছে এবং এতে খুব ভালো ফল পাওয়া গেছে। তবে ব্যাপক পরিসরে এখনো ওষুধ দুটির ব্যবহার শুরু হয়নি। এ মাসের শেষের দিকে এটি শুরু হতে পারে। তখন চিকিৎসকরা ওষুধ দুটির কার্যকারিতা সম্পর্কে বুঝতে পারবেন।
তিনি আরও বলেন, করোনা আক্রান্ত কয়েকজন রোগীর ওপর এইচআইভি-এর সেই ওষুধটি প্রয়োগের পর আমরা খুবই বিস্মিত হই। ওষুধটি খুব, খুবই ভালো কাজ করেছে। আমরা এখন অস্ট্রেলিয়ার ৫০টি হাসপাতালে এগুলোর পরীক্ষা চালাব এবং এগুলোর কার্যকারিতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হব।
Leave a Reply