মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী সাত হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। বাংলাদশের হানা দিয়েছে করোনা ভাইরাস। ইতোমধ্যে বাংলাদেশে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন।
তবে এই প্রাণঘাতী করোনা ভাইরাসের আড়ালে আরেক প্রাণঘাতী মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় চারগুণ বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্ষা আসতে আরও মাস দুয়েকের বেশি বাকি থাকলেও সারাদেশে ২৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা গত বছর জানুয়ারি থেকে মার্চের থেকে ১৯০ জন বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের থেকে সম্প্রতি এ তথ্য পাওয়া গেছে।
অধিদপ্তরের তথ্য মতে, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন মোট এক লাখ এক হাজার ৩৫৪ জন। যাদের মধ্যে ৪৯ হাজার ৫৪৪ জন ছিলেন ঢাকার বাইরে। যার মধ্যে ১৭৯ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, গত বছর দেশে সবচেয়ে খারাপ ডেঙ্গু পরিস্থিতি ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ বছরও এমন ডেঙ্গুর প্রাদুর্ভাব এড়াতে অনতিবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষায় এটি আরও ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে বলে তিনি সতর্ক করেন।
Leave a Reply