মহামারি করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। চীনের পর করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ইউরোপ। এ কারণে ইউরোপকে এখন করোনার মূল কেন্দ্র বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এখন পর্যন্ত বিশ্বের ১২৩টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ইউরোপের দেশগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে ব্যাপক হারে। ইতালিতে গত ২৪ ঘণ্টায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ২৬৬ জনে পৌঁছাল। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৭ হাজার ৬৬০ জনে।
ইতালির পর ইউরোপের আরেক দেশ স্পেনেও ভয়াবহ রূপ ধারণ করছে করোনা। শুক্রবার দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। স্পেন কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১২০ জন এবং এই ভাইরাসে ৪ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া ফ্রান্স ও জার্মানিতেও আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই ইউরোপের দেশগুলোতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় ইউরোপকে করোনার মূল কেন্দ্র হিসেবে আখ্যায়িত করেছে ডব্লিউএইচও।
এ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরস আদহানোম গেব্রেয়েসাস বলেন, ইউরোপ এখন মহামারিটির মূল কেন্দ্র হয়ে উঠেছে। চীন বাদে বিশ্বের অন্য সব দেশ মিলিয়ে যত আক্রান্ত ও মৃতের ঘটনা ঘটছে তার চেয়ে বেশি ঘটছে ইউরোপে। ইউরোপে এখন চীনের চেয়েও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা।
ডব্লিউএইচও প্রধান আরও বলেন, করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এটি একটি দুর্বিষহ মাইলফলক। এই ‘আগুনকে’ আর জ্বলতে দেবেন না। এ সময় মানুষের জীবন রক্ষায় আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান তিনি।
এ দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২ জনে পৌঁছাল। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে কর্ণাটকের পর দিল্লিতে মারা গেছেন আরও একজন। এছাড়া শুক্রবার রাত পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮৫ জন।
Leave a Reply