শিরোনাম :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’

করোনার লক্ষণ দেখা দিলে যা করবেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ২২৯
জানা গেল করোনার নতুন দুই লক্ষণ!

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের তাপ লেগেছে বাংলাদেশেও। রোববার (৮ মার্চ) প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত তিনজনকে শনাক্ত করেছে আইইডিসিআর। এরপর থেকে দেশের মানুষের মধ্যে একধরণের ভীতি ছড়িয়ে পড়েছে। চাহিদা বেড়েছে হাত জীবাণুমুক্তকরণ ও মাস্কের। অতিরিক্ত কেনার কারণে অনেক ঔষধের দোকানগুলো থেকে ফুরিয়েও গেছে। সরকারি যোগাযোগের নম্বরেও অনেকে ফোন করতে শুরু করেছেন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের তাপ লেগেছে বাংলাদেশেও। রোববার (৮ মার্চ) প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত তিনজনকে শনাক্ত করেছে আইইডিসিআর। এরপর থেকে দেশের মানুষের মধ্যে একধরণের ভীতি ছড়িয়ে পড়েছে। চাহিদা বেড়েছে হাত জীবাণুমুক্তকরণ ও মাস্কের। অতিরিক্ত কেনার কারণে অনেক ঔষধের দোকানগুলো থেকে ফুরিয়েও গেছে। সরকারি যোগাযোগের নম্বরেও অনেকে ফোন করতে শুরু করেছেন।র প্রাদুর্ভাবের কারণে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করলেও বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই। তারা কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, বিদেশ থেকে বাংলাদেশে এলে অন্তত ১৪দিন বাড়িতেই থাকুন। এ সময় কারো সঙ্গে মেলামেশা করবেন না। আত্মীয়স্বজনদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেছেন, ‘বিদেশ থেকে আসা প্রতিবেশী, আত্মীয়স্বজনের ক্ষেত্রে আপনারা নিশ্চিত করুন যেন তারা অন্তত ১৪দিন বাড়িতেই থাকেন। তারা বাইরে বেরিয়ে এলে আপনারা বাড়িতে থাকার কথা মনে করিয়ে দিন।’

করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার লক্ষণগুলো দেখা দিতে ১৪ দিন পর্যন্ত সময় লাগে। ফলে এই সময়টাতে সবাইকে স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অর্থাৎ বাড়িতে একা থাকতে হবে, কারো সঙ্গে মেলামেশা করা যাবে না। এই সময়ের মধ্যে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে যোগাযোগ করতে হবে। সেখান থেকে নমুনা সংগ্রহ, চিকিৎসার ব্যাপারে পরামর্শ দেয়া হবে। নতুন হটলাইন নম্বর ১৬২৬৩

এছাড়া পুরনো হটলাইন নম্বরগুলোও চালু থাকবে। এগুলো হলো: ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫। জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু হয়, এরপরে শুকনো কাশি দেখা দিতে পারে। সেই সঙ্গে মাথাব্যথা, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, জ্বর ইত্যাদি হতে পারে। প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অনেক রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হয়। প্রতি চারজনের মধ্যে অন্তত একজনের অবস্থা মারাত্মক পর্যায়ে যায় বলে মনে করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT