বাংলাদেশে তিনজন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এছাড়া আরও দুইজন পর্যবেক্ষণে রয়েছেন।
রবিবার (৮ মার্চ) রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
আক্রান্তদের মধ্যে একজন নারী, দুজন পুরুষ। তারা তিনজনই বাংলাদেশি। করোনায় আক্রান্ত এই তিন ব্যক্তির মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। ইতালি থেকে আসা দুজন ভিন্ন পরিবারের সদস্য। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
অধ্যাপক ফ্লোরা বলেন, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের দুজন ইতালির দুটি ভিন্ন শহর থেকে সম্প্রতি বাংলাদেশে এসেছেন। দেশে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাদের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়। আক্রান্ত একজনের মাধ্যমে পরবর্তীতে একই পরিবারের আরও এক সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে বলেও জানান তিনি।
তিনি বলেন, আক্রান্তদের সবার অবস্থাই স্থিতিশীল। তিনজনকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আরও দুইজনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তাদের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply