ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কলকাতাকে লকডাউন ঘোষণার কারণে বেনাপোল স্থলবন্দর ৫দিন বন্ধ থাকবে।
সোমবার (২৩ মার্চ) থেকে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত ভারতের প্রেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে সকল আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
ভারতের প্রেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান,করোনা সংক্রমণ রুখে দিতে ভারত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (২৩শে মার্চ-২৭শে মার্চ) পর্যন্ত আমদানি-রফতানি বন্ধের ঘোষনা দেন। এ কারণেই আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাশিদুল হক জানান, ভারতীয় পেট্রোপোল ক্লিয়ারিং স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি চিঠির মাধ্যমে জানান, সোমবার (২৩শে মার্চ) সকাল থেকেই আমদানি-রপ্তানি ২৭শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ কারণে সকাল থেকে কোন আমদানি পণ্যবাহী ট্রাক বাংলাদেশ ও কোন রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেনি। তবে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে লোডিং- আনলোডিং স্বাভাবিক আছে।
Leave a Reply