বিশ্বব্যাপী দ্রুত মহামারি রূপ ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)। বিশ্বব্যাপী ১০০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চার হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে।
বিশ্ব ক্রীড়াঙ্গনেও পড়েছে করোনা ভাইরাসের প্রভাব। ইউরোপের বেশিরভাগ ফুটবল লিগসহ বেশিরভাগ ক্রীড়া ইভেন্ট ইতোমধ্যেই স্থগিত হয়ে গেছে। এছাড়া কোথাও কোথাও ম্যাচ মাঠে গড়ালেও খেলা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে করোনা আতঙ্কের মধ্য দিয়েই ধর্মশালায় শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। তবে মাঠে করোনার ছোবল থেকে বাঁচতে দুই দলের খেলোয়াড়কেই সতর্ক থাকতে বলা হয়েছে।
এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ থেকে বাঁচতে ক্রিকেটারদের বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেটারদের ক্রিকেট বলে থুতু লাগাতে নিষেধ করেছে তারা। এছাড়া কারও সঙ্গে হাত না মেলানো, অচেনা ব্যক্তিদের সংস্পর্শে না আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। ভক্তদের সঙ্গে সেলফি না তুলতেও বলা হয়েছে। ক্রিকেটারদের টিম হোটেলের বাইরে গিয়ে কোনো খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড।
Leave a Reply