দেবহাটায় নোভেল করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেছেন সকল মসজিদের ইমামরা। সোমবার (২৩ মার্চ) বেলা ১২ টায় উপজেলার চাঁদপুর আবিওয়াক্কাজ (রাঃ) জামে মসজিদে উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দসহ প্রত্যেকটি মসজিদের ইমামরা দোয়া ও মোনাজাতে অংশগ্রহন করেন।
দোয়া অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ সকল মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান শেষে ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার জানান, মহান আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী এবং মানব জাতির সংকটকালীন সময়ে তিনিই সকলের আশ্রয়স্থল। করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য যেমন প্রত্যেককে সচেতন ও সতর্ক থাকতে হবে, ঠিক তেমনি বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা’র কাছে সাহায্য চাইতে হবে। সেজন্য উপজেলার সকল ইমামদের সাথে নিয়ে করোনা থেকে রক্ষার জন্য আল্লাহ’র দরবারে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
Leave a Reply