বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে ১০টি নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ। এ নির্দেশনাগুলো মেনে চলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাতে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উদ্বেগ-আশঙ্কার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিম্নলিখিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
ছাত্রলীগের ১০ নির্দেশনা হলো- হ্যান্ডসেক ও কোলাকুলি থেকে বিরত থাকুন, নিয়মিত ভালো করে বারবার সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন, অপরিষ্কার হাত দিয়ে নাক মুখ চোখ স্পর্শ করবেন না, যেখানে সেখানে থুথু ফেলবেন না, ময়লা কাপড় বেশি দিন জমিয়ে না রেখে ধুয়ে ফেলুন।
বিজ্ঞপ্তিতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে- কাশির আদবকেতা বা রেসপিরেটরি হাইজিন মেনে চলুন, রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিন ও সেদ্ধ করুন, জনবহুল স্থান গণপরিবহন ব্যবহারে সতর্ক থাকুন ও গণজমায়েত এড়িয়ে চলুন, সর্দি-কাশি-জ্বর অথবা নিউমোনিয়া হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং করোনা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আইইডিসিআরের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
Leave a Reply