নভেল করোনা ভাইরাস সচেতনতায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, ‘আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। যিনি বিপদ দিয়েছেন তিনিই বিপদ থেকে রক্ষা করবেন। সেই মহান মহান আল্লাহর কাছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া চাইতে হবে।
তিনি আরো বলেন, যদি কারও জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এটি একটি সংক্রমক রোগ। বারবার সাবান অথবা হ্যান্ডওয়াস দিয়ে হাত ধুতে হবে। শ্বাস প্রশ্বাসের সংক্রমণ বা অন্যান্য অবস্থার কারণে এ রোগ হতে পারে। করোনা ভাইরাসের নানা ধরন রয়েছে। বর্তমানে চীন থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণের বা কোভিড-১৯ রোগের কোনো টিকা আবিষ্কৃত হয়নি।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই উল্লেখ করে এমপি রবি আরো বলেন, নিশ্চয় মহান আল্লাহ-তায়ালা আমাদের এ বিপদ থেকে রক্ষা করবেন।
Leave a Reply