সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২২ মার্চ) বেলা ১১টায় শহরের কাটিয়া টাউন বাজার, সাতক্ষীরা পৌরসভা, সাতক্ষীরা বিদ্যুৎ অফিসসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে বিনামূল্যে মাক্স ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, জেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম প্রমুখ।
এছাড়াও সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার সকল জনগণকে সচেতন করার লক্ষ্যে বর্তমান সমস্যা করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিটি গ্রামে গ্রামে ও ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং ও করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের করণীয় কি ? সে বিষয়ে লিফলেট বিলি করা হচ্ছে।
Leave a Reply