সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করবে সাতক্ষীরা পৌরসভা। সকল নাগরিকদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে এবং প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পৌরসভার ৩৬ হাজার গ্রাহকসহ সকল বাড়িতে পৌরসভার পক্ষ থেকে জনসচেতনতার জন্যে লিফলেট বিতরণ শুরু করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বেলা ১২টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, পৌর নাগরিকদের সচেতন করার মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ সম্ভব। সেই সাথে বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট সকল জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যারা লিফলেট বিলি করছে তাদের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভায় ঢোকার মুখে নাগরিকদের হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধুয়ে পৌরসভায় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।
সাতক্ষীরা পৌরসভার পক্ষে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করার সময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply