নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জাতীয়তাবাদী যুবদলের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর গণমাধ্যমকে বুধবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।
যুবদল এ নেতা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতামূলক আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এ দিকে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলালের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক দিনের মতো চলমান করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবারও যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া থেকে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আব্দুল বাতেন শামীম, বিশেষ অতিথি ছিলেন- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন জুয়েল, থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খোকা, যুবদল তুরাগ থানার সভাপতি আলমাস আলী ও সাধারণ সম্পাদক মামুন পারভেজ উপস্থিত ছিলেন।
Leave a Reply