করোনা ভাইরাস বর্তমানে এক মূর্তিমান আতংকের নাম। এই ভাইরাসের ভয়াবহতা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। ইউরোপ-মধ্যপ্রচ্যের পর এবার দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে ‘করোনা ভাইরাস’ সংক্রমণের ফলে সারাবিশ্বেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই এটিকে মহামারি অখ্যায়িত করে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশেও করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা যাওয়ার খবর জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
আর এ রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ার সাথে সাথে হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যাও দিনে দিনে বেড়ে চলেছে। যার ফলে দেরীতে হলেও সারাদেশ ব্যাপী সতর্কতা জারী করেছে সরকার।
এদিকে সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলায় করোনা ভাইরাস আতঙ্ক বাড়ছে। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এর সংক্রমণ রোধে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল জনসচেতনাতামূলক লিফলেট বিতরণ শুরু করেছে।
শনিবার (২১ মার্চ) সকাল থেকে থেকে শার্শা উপজেলার শার্শা, বেনাপোল, নাভারন ও বাগআঁচড়াসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর আয়োজনে এই লিফলেট বিতরণ করা হয়।
সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সদস্যরা লিফলেট বিতরনের সাথে সাথে সাধারনকে সচেতন করেন এবং বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, ঘনঘন হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড পরিস্কার করুন, হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন, যেখানে সেখানে থুথু ফেলবেন না, রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিন এবং জনবহুল স্থানে এবং গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন, যথাসম্ভব জনসমাগম পরিহার করুন।
উক্ত লিফলেট বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ শাহিদুর ইসলাম শাহিন, সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, সহ-সভাপতি বাচ্চু হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক জাহিরুল মিলনসহ প্রেসক্লাবের অধিকাংশ সাংবাদিকবৃন্দ।
এই বিষয়ে জানতে চাইলে উক্ত সংগঠনের সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী বলেন, করোনা ভাইরাস সম্পর্কে অনেকে এখনো সচেতন নয়। আমরা সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের মাধ্যমে সাধারন জনগনের মাঝে এই ভাইরাস সম্পর্কে সচেতনা সৃষ্টি করে সকলকে এই বিষয়টি ভালভাবে জানাতে চাই।
আইন বিষয়ক সম্পাদক জাহিরুল মিলন বলেন, দেশের এই ক্রান্তিকালে সকলকে সচেতন হতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নির্দেশনা মেনে চলতে হবে। আর সবসময় সীমান্ত প্রেসক্লাব আপনাদের পাশে থাকবে এবং এই সচেতনায় প্রচার চলতে থাকবে।
Leave a Reply