দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১০ ব্যক্তির পাঁচজনই সংক্রমিত হয়েছেন বিদেশ থেকে আসা পরিবারের সদস্যের মাধ্যমে। হোম কোয়ারেন্টাইন না মানার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় স্থানীয়ভাবে ভাইরাস সংক্রমণ রোধে আক্রান্ত দেশ থেকে আসাদের যে কোন মূল্যে কোয়ারেন্টাইন মানতে বাধ্য করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি। গত ৮ মার্চ দেশে প্রথম তিনজন আক্রান্তের তথ্য জানায় আইইডিসিআর। এরপর তিন ধাপে আরো ৭ জন আক্রান্ত হওয়ার কথা জানায় সংস্থাটি।
ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে ভাইরাসটি বয়ে আনা প্রবাসীদের সংস্পর্শে আসায় নতুন করে আক্রান্ত হয়েছেন তার পরিবারের দুই শিশু ও এক নারী। এ অবস্থায় আক্রান্ত দেশ থেকে আসাদের হোম কোয়ারেন্টাইন মানার বিষয়টি নিয়ে উঠছে প্রশ্ন।
মেডিসিন বিশেষজ্ঞ ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, কোয়ারেন্টাইনে থেকে ওই প্রবাসীরা ঘুরছেন, দাওয়াত খাচ্ছেন বেড়াচ্ছেন-এটা তো বিপদজনক। এটা তো উনার নাগরিক দায়িত্ব, সেটা যদি তিনি পালন না করেন, তাহলে তার পরিবার ভুক্তবোগী হবে, সমাজ ভুক্তভোগী হবে।
Leave a Reply