সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষিতে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সফল একটি রাষ্ট্র । কৃষিবান্ধব এ সরকারের অভূতপূর্ব সফলতার কারণ কৃষকদের মাঝে স্বল্পমূল্যে কৃষি উপকরণ সঠিক সময়ে পৌছে দেওয়া।
তিনি আরো বলেন, কৃষিখাতে প্রযুক্তির ব্যাবহার বাড়াতে হবে তাহলে খরচ কমবে, উৎপাদন বাড়বে। প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করতে পারলেই স্বনির্ভর আদর্শ দেশ গড়া সম্ভব।
‘গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা বাগেরহাট ও পিরোজপুর কৃষি উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা তাপস কুমার রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু নাসের, কৃষি কর্মকর্তা মহসিন আলী, সমবায় কর্মকর্তা নওশের আলী, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন প্রমুখ।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় ২২ টি স্টল স্থান পেয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply