সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ০৫ মার্চ) বেলা ১১ টার দিকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সার্বিক আয়োজনে উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সততা স্টোরের উদ্বোধন করেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন ডা. আব্দুল মান্নান, মাদ্রাসা সুপারিনটেনডেন্ট মাওলানা ইদ্রিস আলী, বিপিএড আমিরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, আসাদুজ্জামান আসাদ, শহীদুল্লাহ, রুমি আক্তার, মুজিবুর রহমান, হাজী মুহাম্মদ মহসিন প্রমুখ।
উদ্বোধনকালে কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। ব্যক্তিজীবন গঠনে সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রত্যেককে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে। বিক্রেতাবিহীন সততা স্টোরে শিক্ষার্থীদের নিত্য প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ছাড়াও হালকা খাদ্য সামগ্রী রয়েছে। শিক্ষার্থীরা প্রয়োজন মত দ্রব্যাদি ক্রয় করবে এবং নিজেই গায়ে লেখা মূল্য পরিশোধ করবে।
‘শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিক চর্চার লক্ষে’ যাতে সততার বিষয়টি গ্রথিত হয়ে যায় সেই লক্ষ্যে দুদুকের অর্থায়নে এই সততা স্টোর চালু করা হয়েছে।
Leave a Reply