ম্যানেজিং কমিটির দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে কলারোয়ার হাজী নাছির উদ্দীন কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা। শনিবার (২৪ আগস্ট) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অস্বচ্ছ ম্যানেজিং কমিটি বাতিল করতে হবে। প্রশাসনিক স্বচ্ছতা ও কলেজের আয়-ব্যায়সহ সকল দুর্নীতির সঠিক তদন্ত করে দোষীদের বিচারের ব্যবস্থা করতে হবে, কলেজের অতিত ঐতিহ্য ও সুনাম ফিরিয়ে আনতে সকল শিক্ষকদের নিদিষ্ট সময়ে উপস্থিত, পাঠদান ও সকল পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তারা আরো বলেন, ছলিমপুর গ্রামের কলেজ হিসাবে অত্র অঞ্চলের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মুল্যায়ন করতে হবে। কলেজের উন্নয়ন ও সুনাম অক্ষুন্ন রাখতে এতদ্বাঞ্চলের সকল সম্মানিত ব্যাক্তি ও দাতাদের মুল্যায়ন, স্বর্তফুর্ত অংশগ্রহণের সুযোগ ও মতামতের প্রাধান্য দিতে হবে। কলেজের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠাতার অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
বক্তারা আরো বলেন, রিজার্ভ ফান্ডের টাকা গেল কৈ? তার জবাব দিতে হবে। পরীক্ষার ফি ও ফ্রম ফিলাপে বাড়তি কেন তার জবাব দিতে হবে। জালিয়াতী নিয়োগ বাতিল করতে হবে ও বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
মানববন্ধনে শিক্ষার্থীদের করা অভিযোগের বিষয় কলেজের অধ্যক্ষ আব্দুল আলীমের কাছে জানতে চাইলে, শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কলেজে এধরনের কোন কাজ হয় নাই।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, কলেজটি নিয়ে একটি গ্রুপ ষড়যন্ত্র করছে। তারা ছলিমপুর কলেজের দূর্নাম করে ভাল থাকার চেষ্টা করছে। তাছাড়া কলেজ প্রতিষ্ঠাতা এনাম হক ওই কলেজর সভাপতি হওয়ার জন্য বহিরাগত লোকজন এনে মানববন্ধন করেছে।
Leave a Reply