সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে দেলবার হোসেন (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঐ বজ্রপাতের সময় আহত হয়েছেন তার ফুফাতো ভাই মিলন হোসেন (৩২) নামের অপর এক কৃষক। শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার জালালাবাদ মাঠে এ ঘটনা ঘটে।
নিহত দেলবার কলারোয়া উপজেলার একড়া গ্রামের দুখে দফাদারের ছেলে ও আহত মিলন জালালাবাদ গ্রামের মান্দার মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গুড়ি-গুড়ি বৃষ্টির মধ্যে দেলবার ও মিলন দুই ভাই জালালাবাদে পাশাপাশি জমিতে আমন ধানের চারা রোপন করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে দেলবার ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন মিলন। স্থানীয়রা মিলনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গিয়াস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply