রাজধানীর কল্যাণপুরে এক যুগ্ম সচিবের গাড়িতে ধাক্কা দিয়েছে অগ্রদূত পরিবহনের একটি বাস। তবে দুর্ঘটনায় যুগ্ম সচিব অল্পের জন্য রক্ষা পেলেও গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে রেল মন্ত্রণালয়ের ওই যুগ্ম সচিবের নাম জানা যায়নি। বাসটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) সকালে রাজধানীর কল্যাণপুরে এই দুর্ঘটনা ঘটে।
দৈনিক অধিকারকে এই তথ্য নিশ্চিত করে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা আফরোজ বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ির আরোহী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ছিলেন। কিন্তু বর্তমানে রেল মন্ত্রণালয়ে কর্মরত আছেন। সোমবার সকালে গাড়িতে করে অফিস যাওয়ার পথে কল্যাণপুরে আসার পর একটি বাস তার প্রাইভেট কারটিতে ধাক্কা দেয়। এতে কারটির পেছনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের ধাক্কায় যুগ্মসচিব আহত না হলেও তার চালক গুরুতর আহত হয়েছে। পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মাহমুদা আফরোজ আরও জানান, দুর্ঘটনার পর চালকসহ বাসটি আটক করেছে পুলিশ।
Leave a Reply