আশাশুনি উপজেলার কাদাকাটি হতে কাটাখালী খেয়াঘাট পর্যন্ত সড়কের দুরাবস্থায় এলাকার মানুষ নাজেহাল হয়ে পড়েছে। দুরাবস্থা দূর করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আকুল আকুতি নিবেদন করেছে এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ ও শামছুর রহমানসহ এলাকার বহু মানুষ এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর এক গণ আবেদন করেছে। সেই আবেদন সূত্রে জানাগেছে, এলাকার শ্রীরামকাটি, গাবতলা, কাটাখালী, খেজুরডাঙ্গা, পার খেজুরডাঙ্গা গ্রামের হাজার হাজার মানুষ এ সড়কে যাতয়াত করে থাকে। সাধারণ মানুষ, মৎস্য ঘের ব্যবসায়ী, চাকরীজীবি, ছাত্রছাত্রীরা সড়কটি ব্যবহার করে থাকলেও সড়কের দুরাস্থার কারণে শান্তিতে ও নির্বিঘ্নে যাতয়াত করতে পারেনা। যানবাহন চালান আরও কঠিন।
বর্ষা মৌসুমে সড়কের বড় অংশ কর্দমাক্ত ও চলাচল অনুপযোগি হয়ে পড়ায় তখন অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। সড়কটি ব্যবহার করতে না পেরে এলাকাবাসীকে ৩/৪ গুন বেশী পথ ঘুরে পথ পাড়ি দিতে বাধ্য হতে হয়। সড়কটির গুরুত্ব বিবেচনা করে দ্রæত নির্মান কাজ করার জন্য জোর দাবি জানান হয়েছে।
Leave a Reply