কারোনা ভাইরাসের (কোভিড-১৯) বিদ্যমান যে পরিস্থিতি তার প্রকৃত তথ্য সরকার জানাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমরা বারবার বলে আসছি, দেশে কারোনা ভাইরাস পরিস্থিতি খুবই ভয়াবহ। এ ভাইরাসের প্রকৃত তথ্য না জানানোর কারণে পরিস্থিতি জটিল থেকে আরও জটিলতর অবস্থায় পৌঁছেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে যে পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন, সেটি নেই।
বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণের আগে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যেখানে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবিলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, সেখানে বাংলাদেশ এ ভাইরাস মোকাবিলায় কিছুই করতে পারেনি। করোনা পরিস্থিতি জটিল রূপ ধারণ করেছে, যা আমরা কেউ বুঝতে পারছি না। কারণ বর্তমান সরকার করোনা বিষয়ে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা ও পদক্ষেপ কিছুই গ্রহণ করেননি।
রিজভী বলেন, গত ১০ থেকে ১২ দিন ধরে আমরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে তাদের কাছে যাচ্ছি। আমরা এই পরিস্থিতি মোকাবিলা করার স্বার্থে আমাদের যেসব রাজনৈতিক কর্মসূচিতে জনসমাগম হয় সেগুলো বন্ধ রেখেছি। ইতোমধ্যে আমরা আমাদের অনেক বড় বড় কর্মসূচি স্থগিত করেছি।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। আমরা দেশের জনগণের পক্ষে এবং মানুষের যাতে উপকার হয় সেই কাজ করে চলেছি।
এ সময় উপস্থিত ছিলেন— বিএনপির যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন ও জাসাসের সহসভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।
Leave a Reply