যশোরের বেনাপোলের আমড়াখালি বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর কার্ভাডভ্যানের চাপায় পিষ্ট হয়ে মারা গেছে। কুকুরটির নাম ( শিলা) বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
বুধবার (৪মার্চ) রাতে আমড়াখালি চেকপোস্ট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিভিন্ন যানবাহনে গোপন করে রাখা অস্ত্র, মাদক উদ্ধারের জন্য এ কুকুর বেনাপোল বিজিবি ক্যাম্পে রাখা হয়েছিল।
বিজিবি আমড়াখালি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম জানান, ডগ শিলার ডিউটি শেষে বেনাপোল ক্যাম্পে নেয়ার উদ্দেশে পিকআপে তোলার সময় নিচে নেমে রাস্তার দিকে দৌড় দেয় এ সময় বেনাপোল থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান ডগ শিলাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
Leave a Reply