প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ
মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৫ টায় সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সভাপতিত্বে
প্রাচরণা কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান
সাঈদ মেহেদী, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত)
ইলতুৎমিশ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জামি ও থানার
অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন ।
পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ‘করোনা ভাইরাস
আতঙ্ক নয়, সচেতন হই’ শ্লোগানে আনুষ্ঠানিক ভাবে প্রচারণায় নামেন। এসময় শিক্ষার্থী,
ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে করোনা ভাইরাস থেকে নিজে মুক্ত থাকতে এবং অপরকে মুক্ত
রাখতে করণীয় সংক্রান্ত নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও সাবেক ডেপুটি
কমান্ডার আব্দুল হাকিমের আর্থিক সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও প্রতিষ্ঠানে
ডাস্টবিন প্রদান করা হয়। প্রচারণাকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে শেখ মনির
আহম্মেদ, খান আহছানউল্যাহ, শেখ অজিহার রহমান, আবু বক্কর সিদ্দিক, মতলুবুর রহমান,
মহিউদ্দীন আহম্মেদ, এসএম মমতাজ হোসেন মন্টু, জামাত আলী, সিরাজুল ইসলাম, আতিয়ার
রহমান, মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক
এসএম গোলাম ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি এসএম গোলাম রহমান, মুক্তিযোদ্ধা সংসদ
সন্তান কমান্ডের সদস্য যথাক্রমে আমিরুল ইসলাম, আব্দুল গফফার মিন্টু, বিল্লাল হোসেন,
তৌহিদুর রহমান, জাহিদ হোসেন, ইমরুল হাসান
Leave a Reply