কালিগঞ্জে ক্র্যাচ কার্ড প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৩৪০

কালিগঞ্জে লোভনীয় জিনিসের ফাঁদে ফেলে ক্র্যাচ কার্ডের নামে কুপন বিক্রি কালে প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে উত্তেজিত জনতা। শনিবার বেলা ১২টার সময় উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজার থেকে স্থানীরা ধরে ইউনিয়ন পরিষদে সোর্পদ করলে চেয়ারম্যান আশরাফুল হক তাদেরকে পুলিশে সোর্পদ করে।

খবর পেয়ে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান প্রতারক চক্রের ৭ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতরা হলো নড়াইল জেলার নড়াগাতি থানার চাপুলিয়া গ্রামের জাহাঙ্গীর সরদারের পুত্র হাসিবুর রহমান(২৫), চাঁন্দের চর গ্রামের হাবিবুর রহমানের পুত্র নাজমুল মোল্যা(২০), মাওলী গ্রামের ইকরামুলের পুত্র উজ্জ্বল শেখ (৩৫), চাপুলিয়া গ্রামের নান্নু সরদারের পুত্র রিয়াজুল ইসলাম (২০), একই গ্রামের আবু সরদারের পুত্র শামীম সরদার(৩৪) এবং গোলাপগঞ্জ জেলার কাশিয়ানি থানার চর মুকতাল গ্রামের কুদ্দুস সরদারের পুত্র ইমরান সরদার (২৫), বামদিয়া গ্রামের আজিজুল হকের পুত্র মেহেদী হাসান (২২)।

কালিগঞ্জ থানা সূত্রে এবং উপজেলার কদমতলা গ্রামের ভুক্তভোগী বরকত, সুফিয়ান, কুদ্দুস, গিয়াসউদ্দীন, মোনয়ারা বেগম, লুৎফুন্নেছা কালিগঞ্জ সদরের আকরাম হোসেন, মনিরুদ্দীন, লাইলি পারভীন সহ একাধিক ব্যাক্তি জানান গত ১৫দিন যাবত উত্তর কালিগঞ্জ খেঁয়াঘাট মোড়, আলম পোল্ট্রি ফিড সাতক্ষীরা মোবাঃ নম্বর- ০১৮৪৩-৬২৯৯২২ অফিসের ভুয়া ঠিকানা লাগিয়ে খাঁন মাকেটিং কুফন, কনস্পেট নামে ক্র্যাচ কার্ড ছাপিয়ে ডিসকাউন্ড অফারের বিভিন্ন লোভনীয় ফাঁদে ফেলে ডিনার সেট, সুইং মেশিন, ডাবল গ্যাসের চুলা, ব্যালেন্ডার, সিলিংফ্যান, কারিকুকার, রাইসকুকার সহ ইত্যাদি জিনিস পত্র দেওয়ার নামে উপজেলা জুড়ে সংঘবদ্ধভাবে ১ শত টাকার কুফন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এর মধ্যে অনেকেই কুফন ক্রয় করে ক্র্যাচ কার্ডে লোভনীয় জিনিস বাঁধলে তাদের দেওয়া ঠিকানায় কোন অফিস না পওয়ায় এলাকাবাসী এই চক্রটিকে খুঁজতে থাকে।

গতকাল কদমতলা বাজারে এই চক্রটি এলাকার নারী-পুরুষ নিরীহ ব্যাক্তিদের নিকট কুফন বিক্রির সময় গণ-ধোলাই দিয়ে এলাকাবাসী চেয়ারম্যানের নিকট সোর্পদ করে। তাদের আটকের বিষয়টি কালিগঞ্জ থানার অফির্সাস ইনচার্জ দেলোয়ার হুসেন সত্যতা স্বীকার করে বলেন আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT