দীর্ঘ ১৯ মাস আর ২৩ ইনিংসে কোনো সেঞ্চুরির দেখা নেই। ছিলেন প্রচন্ড রান খরায়। এতে সমালোচকদের সমালোচনার তীরে জর্জরিত ছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সব সমালোচনার জবাব দিয়ে ফিরেন রানে। শুধু তাই নয় ভাঙেন নিজের সব রেকর্ড।
তৃতীয় ওডিআইতেও সেঞ্চুরি করেন তামিম। এতে প্রশংসার সাগরে ভাসছেন দেশ সেরা ওপানের। সফরকারীদের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে খেলেন ৪১ রানের ঝড়ো ইনিংস। তবে ব্যাট হাসলেও দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে বাদ পড়তে পারেন তামিম। ফর্মের তুঙ্গে থাকা টাইগার স্কোয়াডের বাকি সদস্যদেরও ঝালিয়ে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। মূলত এ কারণেই বাদ তথা ‘বিশ্রাম’ দেওয়া হতে পারে তাকে।
মঙ্গলবার (১০ মার্চ) বিসিবির একটি সূত্র এই খবর নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘আজ সন্ধ্যায় টিম মিটিং হবে। সেখানেই তামিমের বিশ্রামের ব্যাপারে আলোচনা করা হবে। যদি তামিমকে বিশ্রাম দেওয়া হয় তবে তার জায়গায় সুযোগ পেতে পারেন তরুণ তুর্কি নাঈম শেখ।’
Leave a Reply