কাশ্মীরের বিশেষ মর্যাদা বিষয়ক ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল হয়েছিল গত ৫ আগস্ট। এর ২০ দিন পরে রবিবার (২৫ অগাস্ট) রাজ্যের সচিবালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে কাশ্মীরের পতাকা। কাশ্মীর সচিবালয়ে উড়ান হয়েছে ভারতের জাতীয় তিরঙ্গা পতাকা।
স্বাধীনতার পর থেকে যে পৃথক মর্যাদা দেওয়া হয়েছিল কাশ্মীরকে, সেই মর্যাদা সম্বলিত ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহার পর থেকে কার্যত স্তব্ধ কাশ্মীর উপত্যকা। কাশ্মীর এখন ভারতের মানচিত্রে একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং সেই কারণে এখন থেকে রাজ্য সচিবালয়ে শুধুমাত্র জাতীয় পতাকাই থাকবেন।
এর আগে জাতীয় পতাকা ছাড়াও কাশ্মীরের নিজস্ব একটি পতাকা ছিল। লাল রঙের ওপর তিনটি লাইনের মাধ্যমে জম্মু, কাশ্মীর ও লাদাখ এই তিনটি অঞ্চলকে বোঝানো হতো। এই পতাকার মাধ্যমে কাশ্মীরের পৃথক মর্যাদা গণ্য হতো।
Leave a Reply