কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থানকে সমর্থন করে এই সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা করার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন হোয়াইট হাউসের এমন বিবৃতির বরাতে খবর প্রকাশ করেছে পাকিস্তানের শক্তিশালী গণমাধ্যম ‘দ্য ডন’।
ডনের ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বেশ কয়েকটি মুসিলিম সংগঠন সাক্ষাত করেছিলেন মার্কিন স্বরাষ্ট্র দফতরের পাকিস্তান বিষয়ক আধিকারিক আরভিং মাসিঙ্গার সঙ্গে। কাশ্মীর থেকে ভারতের ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে তারা কথা বলেন আরভিংয়ের সঙ্গে।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় কাশ্মীর নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধানে যেন হস্তক্ষেপ করে ট্রাম্প প্রসাশন। মুসিলম সংগঠনগুলির ওই অনুরোধের পরিপ্রক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি কথা বলার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র।
Leave a Reply