সাতক্ষীরার কুলিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টেকসা গ্রুপের উদ্বোধন করা করা হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় দেবহাটা উপজেলার কুলিয়া স্বপন ডা. মার্কেট নিজস্ব কার্যালয়ে কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মালেশিয়ার টেকসা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মি. ম্যাথুরজার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. স.ম গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, মালেশিয়ার টেকসা গ্রুপের এ্যাডভাইজার মিছ হালিজা মিসবুন, মালেশিয়ার টেকসা গ্রুপের চেয়ারম্যান অমিত দাস, সাতক্সীরা জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। ফিতা কেটে টেকসা গ্রুপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
Leave a Reply