দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালত পরিচালনা কার্যক্রম, রাজস্ব আদায় কার্যক্রম, ইউপি সদস্য, সদস্যাদের সম্মানী প্রদান কার্যক্রম, জনসাধারণকে সেবা প্রদান কার্যক্রম ও চলমান উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন বিষয়ে খোজখবর নেয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।
এসময় কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম, নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী আবু জাফর সিদ্দিকী, প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ইউপি সচিব খালিদ হোসেন, ইউপি সদস্য রওনাক উল ইসলাম রিপন, আমিরুল ইসলাম, প্রেমকুমার, অচিন্ত্য কুমার সরকার, সদস্যা ফতেমা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply