কেউ ক্ষমতার অপব্যবহার করলে আরেকটা গণবিপ্লব হবে : সারজিস আলম

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে। আগামী নির্বাচন হতে হবে ৫৩ বছরের ইতিহাসে সম্পূর্ণরূপে নিরপেক্ষ নির্বাচন। যদি সুষ্ঠু নির্বাচনে কোনো রাজনৈতিক দল ৩০০ আসনও পায় এতে আমরা কিছু মনে করব না।’

রবিবার (১৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট অডিটরিয়ামে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে রয়েল রিসোর্টে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোনারগাঁও উপজেলা আয়োজিত ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে এসব কথা বলেন তিনি।

ফেব্রুয়ারি মাসেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘যারা গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। আর ফ্যাসিস্টবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল হবে সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত।’

তিনি আরো বলেন, ‘খুনি হাসিনা লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। তিনি শুধু নিজের মুখেই না দলের নেতাকর্মীদের মুখেও চুনকালি মাখিয়েছেন।
সেটা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন।’

এই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহামুদ, সোনারগাঁয়ের সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ, বাধনসহ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় নেতাকর্মী, শহীদ পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT