যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও আমার বাড়ি আমার প্রকল্পের আয়োজনে পাঁজিয়া ইউনিয়নে আমার বাড়ি আমার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যাবলীর উপর সদস্যদের উপস্থিতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে ইউপি সভাকক্ষে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানীতে পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও আমার বাড়ি আমার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক সুভাংকর বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমার বাড়ি আমার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার তাবারক আলী, আব্দুল গফুর, মাঠ সহকারী পার্থ ব্যানার্জী, রেজউল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জহুরুল হক প্রমুখ।
Leave a Reply