যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে এবং দলিত হারচয়েস প্রকল্পের সহযোগিতায় আর্ন্তজাতিক কন্যা শিশু দিবস -২০১৯ উপলক্ষে শুক্রবার (১১ অক্টোবর) সকালে কন্যা শিশু সমাবেশ, কুইজ, দেশের গান ও নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রী সাদিয়া আফরোজ লিবার সভাপতিত্বে ও ছাত্রী পুষ্পিতা রহমানের পরিচালনায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন যাত্রা প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, দলিত হারচয়েজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমীন নাহার, শিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, ইন্দ্রজিৎ হালদার, অলোক বসু, অর্পিতা রায় প্রমুখ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply