যশোরের কেশবপুর উপজেলার ভরত-ভায়না থেকে ওয়াকফ মশিয়ার (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
থানা পুলিশ জানায়, কেশবপুর থানা ও ভেরচী ফাঁড়ি পুলিশ উপজেলার ভরত-ভায়না গ্রামের আব্দুল মান্নান সরদারের বাড়ী থেকে ওয়াকফ মশিয়ারের লাশ উদ্ধার করে। এসময় পুলিশ আব্দুল মান্নান, তার ছেলে তোহিদ ও মেয়ে মনজিলা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
নিহত মশিয়ার কেশবপুর পৌর শহরের মধ্যকুল গ্রামের মৃত হাজী জমসেদ খাঁনের ছেলে।
এলাকবাসী সূত্রে জানা গেছে, ওয়াকফ সম্পতির বিষয় নিয়ে ওয়াকফ মশিয়ার প্রায় উপজেলার ভরত-ভায়না গ্রামের আব্দুল মান্নানের বাড়ীতে যাতায়াত করত। বৃহস্পতিবার রাতেও ওয়াকফ মশিয়ার ও মান্নান এক সঙ্গে ঘুমিয়ে ছিলো।
এলাকাবসীর ধারনা, ওয়াকফ সম্পত্তির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব-পরিকল্পিতভাবে ওয়াকফ মশিয়ারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন, এটি অস্বাভাবিক মৃত্যু কিনা এই মূহুর্তে বলা যাবে না। লাশের ময়না তদন্তের পর জানা যাবে অস্বাভাবিক মৃত্যু নাকি হত্যা। তবে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
Leave a Reply