যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে কেয়ার বাংলাদেশ ও ঢাকা আহছানিয়া মিশন এর সমষ্টি প্রকল্পের সহযোগিতায় কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্ট সদস্যদের সাথে কমিউনিটি সাপোর্ট গ্রুপ সদস্যদের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বার) দুপুরে কাস্তা কমিউনিটি ক্লিনিকে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউপি সদস্য হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হারুন অর রশীদ।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের সমষ্টি প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক সাজেদা ইয়াসমিন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত এইচ আই আমিনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএইচসিপি আব্দুস সালাম, সিজি গোবিন্দ দাস, সিএসজি হিরা খাতুন প্রমুখ।
Leave a Reply