যশোরের কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সজল সিংহ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
জানাগেছে, উপজেলার পাঁচপোতা গ্রামের চিত্তরঞ্জন সিংহের পূত্র সজল সিংহ ১০/১২ দিন পূর্বে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর আরো উন্নয়ত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করার পর ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার (০৫ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। তাকে বাড়িতে আনে শনিবার রাত আনুমনিক ১০টা ৩০মিনিটে। পরিবার সুত্রে যানা গেছে সে দেড় বছর বয়সের এক পূত্র সন্তানের জনক। তার এই অকাল মৃত্যুতে কেশবপুর বাসির সোকের ছায়া নেমে আসে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply