যশোরের কেশবপুর উপজেলার শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে তাল বীজ বপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসাবে শিকারপুর সড়কের দু-ধারে তালের বীজ বপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার ও শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান বিন ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, উপ-সহকারী কৃষি অফিসার নাছির উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের নির্দেশনায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বজ্রপাত থেকে রক্ষায় উপজেলার সকল সড়কে তালের বীজ বপন করা হয়েছে।
Leave a Reply