যশোরের কেশবপুরে তেলবাহী ট্রাক পাল্টি খেয়ে খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে। মারাত্নক আহত ড্রাইভারকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষ দর্শী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বার) সকাল ৭ টা ৫০ মিনিটে কেশবপুর পুলের হাট সড়কের বাঁশবাড়িয়া বাজার দক্ষীণপাশে বগুড়া থেকে ছেড়ে আসা তেলবাহী ঢাকা ঢ- ০১-০০২১ নং ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এসময় হেলপার কুমিল্লার সোনারগাঁও গ্রামের সাব্বির হোসেন (২৮) ও ড্রাইভার একই গ্রামের আলামিন (৩০) ঐ ট্রাকের ভিতর আটকা পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত অবস্থায় হেলফার সাব্বির হোসেনের লাশ উদ্ধার করা হয় এবং মারাত্তক আহতাবস্থায় ড্রাইভার আলামিনকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply