যশোরের কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় জয়লাভ করেছে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। পাঁজিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে তারা হারিয়েছে ২-১ গোলে। কেশেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার (০৪ সেপ্টেম্বার) বিকালে খেলাটি অনুষ্ঠিত হয় বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহার সভাপতিত্বে নিধি স্পোটিং ক্লাবের সৌজন্যে বিজয়ী সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের খেলোয়ার জাকির হোসেনের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যার শফিকুল ইসলাম মুকুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর উপজেলা ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন সবুজ, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, আলী আব্বাস, সাংবাদিক আতিয়ার রহমান প্রমুখ। ধারা বর্ননায় ছিলেন মহির উদ্দীন মাহী।
Leave a Reply