যশোরের কেশবপুরের হিজলডাঙ্গায় শহীদ ফ্লা. লে. মাসুদ মেমোরিয়াল কলেজের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানো শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক দিনেশ দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিংবডির সভাপতি অধ্যাপক সামছুর রহমান। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে স্মৃতিচারণ মূলক আলোচনা করেন মুখ্য আলোচক মুক্তিযোদ্ধা অলোক দে ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক জি.এম. সাজ্জাত হোসেন, প্রভাষক এস এম হাফিজুর রহমান, শিক্ষার্থী তানভীর হোসেন, ফারজানা, শিউলী খাতুন প্রমুখ।
Leave a Reply