পদবী ও বেতন গ্রেড উন্নীত করার দাবীতে কর্মবিরতি পালন করেছে যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীরা। কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৩ দিনের পূর্ণদিবস কর্মবিরতীর আংশ হিসেবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে উপজেলা চত্ত্বরে তারা এ কর্মবিরতি পালন শুরু করে। তাদের এই কর্মবিরতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কেশবপুর শাখার পক্ষ থেকে কর্মবিরতি পালন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসের বিশ্বজিৎ দত্ত, হায়দার আলী, মফিজুর রহমান, অনিমেষ বিশ্বাস, শেখর চন্দ্র সরকার, উপজেলা ভূমি অফিসের আবুল হোসেন, রেজাউল করিম তারু, ফারুক হোসেন প্রমুখ।
Leave a Reply