কেশবপুরে ৫’শ শিশুকে উপহার প্রদান করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকালে যশোরের কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে তাদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বি, বি, সি, এফ, টি, এন, স্লি, সি ও দি স্যালভেশন আর্মি কেশবপুরের সহযোগিতায় `গিফট অফ লাভ ফর দ্যা আন্ডার প্রিভেলেজড চিলড্রেন’ প্রকল্পের আওতায় এসব উপহার বিতরণ করা হয়।
অপারেশন বাংলাদেশের কর্ডিনেটর নয়ন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ৫ শত শিশুর মাঝে গিফটবক্স বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, দৈনিক প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দিলিপ মোদক, জেমস অমল বৈদ্য, রুয়েল বিশ্বাস, মানিক দাস প্রমুখ।
Leave a Reply