যশোর-০৬ কেশবপুর উপ-নির্বাচন উপলক্ষে কর্মীসভা করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিন চাকলাদার। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ত্রিমোহিনী ১নং ইউনিয়নের গোপালপুর বাজারে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপ-নির্বাচনের নৌকার প্রার্থী শাহিন চাকলাদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম রুহুল আমীন, সহ-সভাপতি এ্যাড.রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, যশোর পৌরসভার মেয়র ও যশোর জেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হুসাইন মোহাম্মদ ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল ও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আনিছুর রহমান প্রমুখ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply