যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ইসলামী ব্যাংক কেশবপুর শাখা ব্যবস্থাপক রুস্তম আলীর সভাপতিত্বে রবিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের যশোর জোনের পরিচালক মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, ত্রিমোহিনী দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হোসেন, কামারখালি মাধমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, হাজরাকাটি আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক শহিদুল ইসলাম, ত্রিমোহিনী ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবু জাফর, ত্রিমোহিনী বাজার কমিটির সভাপতি জীবনানন্দ দাস ও সাবেক ইউপি সদস্য রনজিৎ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রিমোহিনী কেন্দ্রের এজেন্ট বিশ্বাস এন্টার প্রাইজের স্বত্বাধিকারী কামরুল আমিন।
Leave a Reply