ক্যাসিনোসহ সকল প্রকার অবৈধ ব্যবসায়ীদের টমেটো চাষের পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দুর্বৃত্ত যেই হননা কেন, তাকে ছাড় দেয়া হবেনা। ক্যাসিনো ব্যবসাসহ সকল প্রকার অবৈধ ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা ছেড়ে গ্রামের ক্ষেতে টমেটো চাষের মত লাভজনক পেশায় নিয়োজিত হওয়া উচিৎ। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার নগরঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীষ্মকালীন
গ্রীষ্মকালীন টমেটো দেখছেন কৃষিমন্ত্রী ড. অবদুর রাজ্জাক।
হাইব্রিড টমেটোর উপর মাঠ দিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আগামীতে দলীয় কমিটিগুলোতে অনুপ্রবেশকারিদের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
মন্ত্রী বলেন, উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে পেয়াজ উৎপাদনে আগামীতে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ। আগামী বছর প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে ন্যায্য মুল্য নিশ্চিত করা হবে।
মাঠ দিবসে বক্তব্য রাখার আগে মন্ত্রী সাতক্ষীরার নগরঘাটা মাঠে উচ্চফলনশীল টমেটো ক্ষেত পরিদর্শন করেন।
কৃষিমন্ত্রাণালয়ের সচিব নাসিরুজ্জামানের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর
কৃষিমন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সাতক্ষীরা-১ ও ২ আসনের সাংসদ।
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply