সংস্কারের অভাবে বেহাল দশায় জরাজীর্ণ অবস্তায় পড়ে আছে তালার খলিষখালী ইউনিয়নের খলিষখালী বাজার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫শ মিটার রাস্তা। সামান্য বৃষ্টি হলেই ব্যাহত হয় যাতায়ত। বাড়ছে সড়ক দুর্ঘটনা।
এলাকাবাসী জানায়, খলিষখালী বাজার হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ মিটার রাস্তা দিয়ে প্রতিদিন শত-শত মানুষ চলাচল করে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই পাল্টে যায় রাস্তার দৃশ্যপট। তখন রাস্তা দিয়ে আর চলাচলের কোন অবস্থা থাকে না।
এলাকাবাসীর অভিযোগ, সংসদ সদস্য এবং ইউপি চেয়ারম্যানদের রাস্তার দুর্ভোগের কথা জানানো হলেও তারা কর্ণপাত করেনি । বাধ্য হয়ে কার্দমাক্ত রাস্তা দিয়ে চলাচল করতে হয়।
এ বিষয়ে নিয়ে খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান বলেন, কিছুদিন আগে রাস্তায় বিষয়টা নিয়ে স্থানীয় সাংসদের সাথে আলোচনা করেছি। নতুনভাবে রাস্তা নির্মাণের জন্য এলজিডি এস পি প্রকল্প দেয়া হয়েছে। আশাকরি অতিদ্রুত রাস্তা নির্মাণের কাজ শুরু হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply