আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডীয় সম্পত্তি জবর দখল থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭শে আগস্ট) দুপুরে স্কুলটির নামে রেকর্ডীয় ১৫ শতক জমি অবৈধভাবে ভোগকারী মো. রফিকুল ইসলাম খার কাছ থেকে উদ্ধার করা হয়।
এই বিদ্যালয়ের নামে খাজরা মৌজার জেএল নং-১১৩, খতিয়ান নং-৫২১৬৭ দাগে ১৫ শতক পুকুর শ্রেণির জমি পশ্চিম খাজরা গ্রামের মো. রফিকুল খাঁ ইজারা নেয়। ইজারা নিয়ে তিনি দীর্ঘ ১০ বছরে ইজারার কোন টাকা স্কুল কর্তৃপক্ষকে না দিয়ে জমিটি দখল করে রেখেছিলো। এ বিষয় নিয়ে রফিকুল খার সঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা কয়েকবার আলোচনায় বসলেও কোন কাজ হয় নি। পরে রফিকুল খা ঐ সম্পত্তি নিজের বলে দাবি করতে থাকে। এঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে মঙ্গলবার ওই জমি উদ্ধার করে।
এ বিষয়ে স্কুলের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, স্কুলের নামে রেকর্ডকৃত জমি কেউ অবৈধভাবে ভোগ করতে পারে না। আমি যত দিন আছি স্কুলের উন্নয়নে কাজ করে যাবো।
ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বলেন, বিষয়টি আমি শুনেছি। শিক্ষা প্রতিষ্ঠানের রেকর্ডকৃত জমি কারোর দখলে থাকতে পারে না।
অভিযুক্ত রফিকুল ইসলাম খাঁ বলেন, আমরা কাগজপত্র নিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে যাবো। আমাদের কাগজপত্র দেখে তিনি যে সিদ্ধান্ত নিবেন আমরা মেনে নেব।
Leave a Reply