বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খাবার মুখে তুলে খেতে পারেন না বলে জানিয়েছেন তার বড় বোন বেগম সেলিমা রহমান। তিনি বলেন, ‘খালেদা জিয়া উঠে দাঁড়াতে পারছেন না।’ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখে আসার পর তিনি এই অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানান।
মিডিয়া উইং সদস্য আরও জানান, শুক্রবার সাড়ে তিনটার দিকে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তার বড় বোন সেলিমা রহমান। তিনি সেখানে প্রায় দেড়ঘণ্টা অবস্থান করেন। তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে হাসপাতালের কেবিন ব্লকে থাকা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার স্বজনেরা। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন তারা।’
পরে হাসপাতাল থেকে বাইরে এলে সাংবাদিকরা জানতে চাইলে বেগম সেলিমা রহমান বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।’
উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহ পর স্বজনরা সাক্ষাৎ করলেন খালেদা জিয়ার সঙ্গে।
Leave a Reply